বাউফলে টিসিবির পণ্য ছিনতাই

বাউফলে টিসিবির পণ্য ছিনতাই

এম অহিদুজ্জামান ডিউক, বাউফল প্রতিনিধি:পটুয়াখালীর বাউফলে টিসিবি’র পণ্য বিতরণের সময় তেল ছিনতাই করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কনকদিয়া স্কুল মাঠে ঘটনা ঘটেছে। অভিযোগ সুত্রে জানাগেছে, মের্সাস পদ্মা নদী ভ্যারাইটি স্টোরের স্বত্তাধীকারী মুক্তিযোদ্ধা শাহজাহান খান টিসিবি’র অনুমোদিত পণ্যের ডিলার। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা সদর থেকে,তেল,চিনি ডাল নিয়ে উপজেলার কনকদয়িা স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের মাঠে টিসিবি’র পণ্য সাধারণ মানুষের মধ্যে বিতরণ কররেন। এ সময় ওই এলাকার সিজান নামের এক যুবক টিসিবির মাল নেয়ার জন্য আসলে স্টোরের ম্যানেজার গোলাম রহমান তার কাছে জাতীয় পরিচয় পত্র ছাড়া পণ্য দিতে অনিচ্ছা প্রকাশ করে। সিজান ক্ষিপ্ত হয়ে ম্যানেজার গোলাম রহমানকে মারধর করে ২৫ লিটার তেল ছিনতাই করে নিয়ে যায়। প্রোপাইটর মুক্তিযোদ্ধা শাহজাহান খান বলেন সিজান নামের এক যুবক টিসিবির মাল নেয়ার জন্যে জানালে তাকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দিতে বলায় সে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে ২৫ বোতল তেল ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় একটি তিনি বাউফল থানায় মামলা দায়ের করবেন বলে জানান। এ অভিযোগের বিষয়ে সিজান জানান, তার বাবাকে জাতীয় পরিচয় পত্র আনেনি বলে চোর বলছে। এতে তার সাথে তর্ক বিতর্কের ফাকে হাতাহাতির ঘটনা ঘটে। কোন তেল ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন ও ইউএনও জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।